Home Cricket বাংলাদেশকে সুখবর দিলো নিউজিল্যান্ড

বাংলাদেশকে সুখবর দিলো নিউজিল্যান্ড

0
বাংলাদেশকে সুখবর দিলো নিউজিল্যান্ড

আগামী বছরের শুরুতে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফরের কথা রয়েছে। এই তিনটি দেশকেই সবুজ সঙ্কেত দিয়েছে নিউজিল্যান্ডের সরকার। যদিও কোয়ারেন্টাই ইস্যুতে স্থগিত করা হয়েছে কিউইদের অস্ট্রেলিয়া সফর।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে স্বাগতিকদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। যদিও সিরিজটি এখনও চূড়ান্ত করেনি দুই দেশের ক্রিকেট বোর্ড।

এ বছরই দুইবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম সিরিজটি ছিল এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজের খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল কিউইদের।

আর দ্বিতীয় সিরিজটি ছিল অক্টোবর-নভেম্বরে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে মাহমুদউল্লাহ রিয়াদদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল নিউজিল্যান্ডে। কিন্তু বিশ্বকাপই পিছিয়ে গেছে।

বাংলাদেশের সিরিজ খেলার আগেই দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ দল। নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে সিরিজ আয়োজনে তাদের খুব বেশি বেগ পেতে হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here