Home Cricket করোনার মাঝেই বিশাল সুখর দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড

করোনার মাঝেই বিশাল সুখর দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড

0
করোনার মাঝেই বিশাল সুখর দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড

মহামারি করোনাভাইরাসের কারণে এবারের এশিয়া কাপ স্থগিত হয়েছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপও স্থগিত হচ্ছে। বেশ কিছু সিরিজও বাতিল ও স্থগিত হয়েছে। বাংলাদেশের বেশ কয়েকটি সিরিজ এই তালিকায় আছে।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরও করোনার কারণে পিছিয়ে গেছে। তবে আগামী সেপ্টেম্বরেই সিরিজে খেলতে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

রোববার এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন তিনি। তবে এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সফর নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এটা নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে আমাদের কথা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here